লেখকঃ ড. আব্দুস সাত্তার

লেখক পরিচিতি

ড. আব্দুস সাত্তার

ড. আব্দুস সাত্তার জন্মঃ ১ ফেব্রুয়ারী ১৯৪৮, সাংঃ চকবড়াইগ্রাম, পোঃ বড়াইগ্রাম, থানাঃ বড়াইগ্রাম, জেলাঃ নাটাের। পিতা : মরহুম মোঃ নাজিরউদ্দিন সরকার,
মাতাঃ আনেছা বেগম ।
শিক্ষা : এস.এস.সি.বড়াইগ্রাম হাইস্কুল, বি. এফ.এ.(ব্যাচেলর অব ফাইল আর্টস) প্রথম স্থান অধিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়; এম. এফ. এ. (মাস্টার অব ফাইন আর্টস) প্রথম শ্রেণীতে প্রথম, ঢাকবিশ্ববিদ্যালয়; এম. এফ. এ. (মাস্টার অব ফাইন আর্টস) ডিস্টিংশনসহ, প্রাট ইনস্টিটিউট, নিউইয়র্ক, আমেরিকা (ফুলব্রাইট স্কলারশিপের অধিনে); ইংলিশ লিটারেচার, জর্জটাউন ইউনিভারসিটি, আমেরিকা: পোষ্টগ্রাজুয়েট ষ্টাডি, কলা ভবন, শান্তিনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ভারত; (ভারত সরকারপ্রদত্ত স্কলারশিপের অধিনে); ষ্টোন কার্ভিং ক্যাম্প, চুনার, ভারত, পিএইচ-ডি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
পুরস্কারঃ রচেজ এ্যাওয়ার্ড-আমেরিকার পাের্টল্যাণ্ড আর্ট মিউজিয়াম, আন্তর্জাতিক প্রিন্ট প্রদর্শনী (১৯৯৭); ফাস্ট সেশন প্রাইজ, ১ম মিশরিও আন্তর্জাতিক ত্রি বার্ষিক প্রিন্ট প্রদর্শনীতে পুরস্কার (১৯৯৩); পারচেজ এ্যাওয়ার্ড-আন্তর্জাতিক দ্বিবাৰ্ষিক গ্রাফিক আর্টপ্রদর্শনী, যুগােশ্লাভিয়া (১৯৮৯); পারচেজ এ্যাওয়ার্ড-আন্তর্জাতিক দ্বিবার্ষিকগ্রাফিক আর্ট প্রদর্শনী, যুগোশ্লাভিয়া (১৯৮৫); পারচেজ এ্যাওয়ার্ড আন্তর্জাতিক দ্বিবার্ষিক গ্রাফিক আর্ট প্রদর্শনী, যুগোশ্লাভিয়া (১৯৮১); গ্র্যাণ্ড এ্যাওয়ার্ড
(স্বর্ণপদক) - ১ম পাকিস্তান দ্বিবার্ষিক আন্তর্জাতিক প্রদর্শনী (১৯৮১); গ্র্যাণ্ড এ্যাওয়ার্ড (স্বর্ণ পদক) এশিয়ান আর্ট ।
বায়েনালে বাংলাদেশ (১৯৮১); সম্মান পুরস্কার-১১তম জাতীয় প্রদর্শনী ১৯৯৪, সম্মান পুরস্কার-১০ম জাতীয় প্রদর্শনী ১৯৯২: প্রিন্টে শ্ৰেষ্ঠ পুরস্কার-জাতীয় নবীন শিল্পী। চারুকলা প্রদর্শনী-১৯৮১, ও শিল্পী কর্তৃক পুরস্কার প্রত্যািক্ষণ; গ্র্যাণ্ড এ্যাওয়ার্ড (স্বর্ন পদক)-বর্ষায় জল রঙ প্রদর্শনী ১৯৮০; শ্ৰেষ্ঠ পুরস্কার (প্রিন্ট মেকিংয়ে) জাতীয় নবীন শিল্পী। চারুকলা প্রদর্শনী ১৯৭৬ চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক প্রদর্শনীগুলোতে ৩ বারবিভাগীয় শ্ৰেষ্ঠ পুরস্কার।
সংগ্ৰহঃ দেশ-বিদেশের যে সকল প্রতিষ্ঠান ড. আব্দুস সাত্তারের শিল্পকর্ম স্থায়ীভাবে প্রদর্শনের জন্য সংগ্রহ করেছে সেগুলো হলো- পোর্টল্যাণ্ড আর্ট মিউজিয়াম, আমেরিকা; মিউজিয়াম অব অবর্ন ইউনিভারসিটি, আমেরিকা, মিউজিয়াম অব
কন্টেম্পেরারী আর্ট, যুগোশ্লাভিয়া; ন্যাশনাল আর্ট গ্যালারী, মালয়েশিয়া; দি ইন্টারন্যাশনাল সেন্টার ফর পাবলিক ।

ঠিকানা