লেখকঃ কাজী মোহাম্মদ সাখাওয়াতউল্লাহ

লেখক পরিচিতি

কাজী মোহাম্মদ সাখাওয়াতউল্লাহ


 লক্ষীপুর জেলা সদর থানা হাসন্দী কাজী বাড়ীতে ১৯১৯ সালে ১লা এপ্রিল। পিতৃ ও মাতৃবংশ প্রাচীনপাই আলেম ও ধর্মীয় পরিবার পিতা মরহুম। কাজী মোহাম্মদ মুসলিম ছিলেন। একাধারে আলেম, ধর্মীয় শিক্ষক এবং সুফীসাধক ব্যক্তি। বাল্যকালের ও চরিত্র গঠিত হয় শুদ্ধাচার ও নীতি | নিষ্ঠতা পরিবেশে । বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা আরম্ভের পূর্বেই আরবী -ফারসি উর্দু ভাষার মাধ্যমে জনাব সাখাওয়াতের নৈতিক জীবন শিক্ষার গোড়াপত্তন হয়। পরবর্তীতে লক্ষীপুর উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারী কলেজে অধ্যয়ন করে কলিকাতা ইসলামিয়া সরকারী কলেজ থেকে ১৯৪০ ना অর্থনীতি শাস্ত্ৰে "ডিসটিংশন' নিয়ে ডিগ্ৰী লাভ করেন। ছাত্রজীবন থেকেই তাঁর রচনা ও প্রবন্ধ বিভিন্ন সাময়িক পত্রপত্রিকায় প্রকাশিত হত্ব । কলকাতায় "ছাত্রশক্তি" নামে একটি স্বল্পকালস্থায়ী মাসিকীর সম্পাদনাও তিনি করেছেন। বিভিন্ন সরকারী পদ ছাড়া তিনি ক্ষুদ্র শিল্প সংস্থা এবং টিসিবিপরিচালকের দায়িত্ব পালন করেন এবং জাতিসংঘের অঙ্গসংস্থা "আনক কনসালট্যান্টারূপেও কাজ করেন । দেশে-বিদেশে দীর্ঘ প্রায় ৫০ বছর কর্মজীবনৰ আর্থ-সামাজিক, প্রশাসনিক এবং শিল্প-বাণিজ্য উন্নয়ন সমস্যার ওপর প্রণীত অনেক নিবন্ধ ও গবেষণা রচনা প্রকাশিত হয়েছে । বাংলাদেশে বিশ্ব ব্যাংকের বাণিজ্যনীতি নিধারিণী গবেষণা প্রকল্প টি-আই-পি এবং ইউএস এ-এর ও বাংলাদেশ প্রাইভেট সেক্টর উন্নয়নের ওপরও তার গবেষণা প্রতিবেদন প্রক হয়েছে। বৃটিশ ও পাকিস্তানী আমল এবং যুক্তরাষ্ট্র এ তিন প্রশাসন তুলনাভিত্তিক রচিত প্রশাসন সংস্কারের ওপর তাঁর জ্ঞানগর্ভ প্রবন্ধ ১৯৫৯ স দৈনিক ডন পত্রিকায় প্রকাশিত হওয়ার ফলে তৎকালীন সামরিক প্রশাসনিক তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং পুনগঠিত প্রশাসননীতি প্রণয়নেও প্রতিফলি হয়েছিল । আরো পরে ১৯৬৭ সালে জাতীয় প্রশাসনিক ট্রেনিং ইনষ্টিটিউট-নী কর্তৃক ট্রেনিং রেফারেন্স মেটেরিয়ালরূপে পূনমুদ্রণ ও পুনঃপ্রকাশিত হয়েছিল জনাব সাখাওয়াতউল্লাহ দীর্ঘ ২০ বছর আন্তর্জাতিক সেবাসংস্থা লায় ইন্টারন্যাশনালের সদস্য, ঢাকা লায়নস ক্লাবের প্রেসিডেন্ট, বাংলাদেশ লায়নস-এর জোন চেয়ারম্যান, ডেপুটি জেলা গভর্ণর ছিলেন।

ঠিকানা

লক্ষীপুর জেলা সদর থানা হাসন্দী কাজী বাড়ী