লেখকঃ মোহাম্মদ তাজম্মল হােসেন

লেখক পরিচিতি

মোহাম্মদ তাজম্মল হােসেন

মোহাম্মদ তাজম্মল হােসেন ১৯৫৮ সালের জানুয়ারী মাস থেকে বিগত প্রায় ৪৮ বছর শিক্ষকতার পেশায় জড়িত। জন্মস্থান বৃহত্তর রংপুর জেলায় (গ্রাম-নিতাই, থানাকিশোরীগঞ্জ, জেলা-নীলফামারী)। ১৯৫৭ সালে অধুনালুপ্ত আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনীয়ারিং এ লাইসেন্সিয়েট (ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন) করার পরপরই তখনকার সর্বপ্রথম এবং একমাত্র পলিটেকনিক-ইষ্ট পাকিস্তান পলিটেকনিক ইনষ্টিটিউট এ শিক্ষকতা জীবন শুরু= হয়। এরপর উচ্চতর লেখাপড়া ও প্রশিক্ষণ গ্ৰহন করেন করাচী পলিটেকনিকে (১৯৬১), ওকলাহােমা ষ্টেট ইউনিভার্সিটি ষ্টিল ওয়াটার ক্যাম্পাসে (১৯৬৬-৬৭), প্রাইভেটে বি.এ. ডিগ্রী নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (১৯৭০) এবং ১৯৭৪-৭৫ সেশনে অর্জন করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব এডুকেশন এর এসোসিয়েটশিপ । ১৯৮২ সাল পর্যন্ত ঢাকাসহ আরও ভিন্ন তিনটি পালটেকনিকে দীর্ঘ পঁচিশ বছর শিক্ষকতা করার পর তিনি চলে যান। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব এডুকেশন এ পোষ্ট গাজুয়েশন করার জন্য। ১৯৮৯ সালে পোষ্ট গ্রাজুয়েশন শেষে দেশে ফিরে তিনি প্রথমে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজে (ঢাকা) (১৯৯০-৯৩), এরপর আই সি টি ভি টি আর এ ১৯৯৩-৯৬ এবং সর্বশেষ দারুল ইহসান ইউনিভার্সিটিতে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত শিক্ষক প্রশিক্ষণ বিষয়ে শিক্ষাদান শেষে বার্থক্য জনিত ও অসুস্থতার কারনে অবসর নেন। তবে ২০০৩ সালের জুলাই মাস থেকে পুনরায় দারুল ইহসান ইউনিভার্সিটিতে অনারারী ফেকাল্টি মেম্বার হিসেবে মান দুটি বিষয়ে সপ্তাহে ৪ ঘন্টা মাত্র শিক্ষাদান কাজে এখনও নিয়োজিত আছেন। প্রথমদিকে পেশাগত জীবনে তিনি বেশ কয়েকখানা পাঠ্যবই সম্পাদনা করেছেন। (মোটরগাড়ী ও রেফ্রিজারেশন)। তার রাজনীতি বিষয়ক বইগুলি হচ্ছে (১) Bangladesh. Victim of Black Propaganda, intrigue & Indian Hegemony (1996), (R) India's Farakka Barrage: Cold-Blooded Murder of Bangladesh (1996), (2) Patriot-Traitor Question : Bangladesh Syndrome (2006) are (8) Sir Tsfacts for befs (soos: o "Tyres 62 Letters of Prof. Dr. Syed Sajjad Husain a 3 শিরোনামেব বইখানিও লেখকের কাছে লেখা রাজনীতি নিয়ে তার একটি ব্যতিক্রমী ধরনের ---- লেখালেখির সাথে লেখক এখনও জড়িত। আরও কয়েকটি পাণ্ডুলিপি প্রকাশের অপেক্ষায় আছে। এর একটি হচ্ছে (১) মানবিক মূল্যবোধ ভিত্তিক শিক্ষা দর্শনের সন্ধান এবং ২) শিক্ষাক্রম প্রনয়ণ বিষয়ে। লেখক বিভিন্ন পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িতঃ ১) নিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ১৯৭০-১৯৮২ (প্রতিষ্ঠাতা সভাপতি), ২) বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, ১৯৭০-১৯৭৪ (প্রতিষ্ঠাতা সভাপতি), ৩) মাসিক মারিগর, ১৯৭২-১৯৮২(প্রতিষ্ঠাতা সম্পাদক), ৪) মাসিক আল-হেলাল (লন্ডন) ১৯৮৪৯(প্রতিষ্ঠাতা সম্পাদক), (৫) মুসলিম জাতীয়তাবাদী আন্দোলন, ১৯৯৯-(প্রতিষ্ঠাতা সভাপতি), ) ন্যাশনাল সিকিউরিটি ফাউন্ডেশন, ১৯৯৬- (প্রতিষ্ঠাতা সভাপতি) এবং অন্যান্য ।

ঠিকানা

গ্রাম-নিতাই, থানাকিশোরীগঞ্জ, জেলা-নীলফামারী