লেখকঃ মুহাম্মদ হাবিবুর রহমান

লেখক পরিচিতি

মুহাম্মদ হাবিবুর রহমান

জন্ম ৩ ডিসেম্বর ১৯২৮, ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরের দয়ারামপুর গ্রামে। ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। আইন বিষয়ে স্নাতক । ১৯৫৮ সালে আধুনিক ইতিহাস বিষয়ে স্নাতক সম্মান (অক্সফোর্ড) এবং ১৯৫৯ সালে ব্যারিস্টার হন। অধ্যাপনা করেছেন রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ।


১৯৬৪ সালে আইন ব্যবসায় যোগ দেন । ১৯৯৫ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি হন। প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে প্ৰকাশিত বইয়ের সংখ্যা ৮৫টির বেশি।
উল্লেখযোগ্য বই: ভাষার জাপান পাির? বাংলাদেশ%, রবীন্দ্ৰ বাক্যে ভ্ৰাট সঙ্গীত ও এটায়োিট-ফাষ্টফেব্রুয়াির স্পিক্স ফর জিলা লািগয়েজেস, ইত্যাদি। পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক।

ঠিকানা