লেখকঃ ইব্রাহিম হোসেন

লেখক পরিচিতি

ইব্রাহিম হোসেন

ইব্রাহিম হােসেন এক শিক্ষিত সম্ভ্রান্ত স্বচ্ছল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও, নিরন্তর চেষ্টা-সাধনা-সংগ্রাম করেই তিনি নিজেকে সমাজে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাঁর পিতা খান সাহেব মীর হােসেন যখন কোলকাতা আলীপুর কোর্টে ম্যাজিস্ট্রেট, তখন তিনি ভর্তি হন সেন্ট বার্নাবাস স্কুলে। সেখানে তিনি প্রথম প্রত্যক্ষ করেন হিন্দু সাম্প্রদায়িকতার ভয়াল-বীভৎস রূপ। মুসলমান ছাত্রদের বিদ্রুপ করে বলা হতাে ‘মােচলমান', “মােছলা’, ‘নেড়ে'। আর মুসলিম নেতাদের নাম বিকৃত করে হিন্দু ছাত্ররা বলতাে, সুরাবর্দী, মৌওলানা আক্রমণ খাঁ’ ইত্যাদি। হিন্দু-বৃটিশ ষড়যন্ত্রের শিকার মুসলিম জনগােষ্ঠীর মুক্তির জন্য তার বালকমন ব্যাকুল হয়ে ওঠে। তাই আমলার ছেলে হওয়া সত্ত্বেও বৃটিশ বিরােধী আন্দোলনে যােগ দিতে ইব্রাহিম হােসেনের কোনাে দ্বিধা-সংকোচ বা অসুবিধা হয়নি। ছাত্র জীবনেই তিনি নিজেকে কওমের খেদমতে উৎসর্গ করেন। পাকিস্তান আন্দোলনে তরুণ ইব্রাহিম হােসেন নিজেকে উজাড় করে দিয়েছিলেন। '৪৭ পরবর্তীতে শূন্য থেকে শুরু হয়েছিলাে দেশ গঠনের কাজ। এ কাজেও ইব্রাহিম হােসেন যথােপযুক্ত ভূমিকা পালন করেন। জাতির পিতা কায়েদে আযম মহম্মদ আলী জিন্নাহ যখন পূর্ব পাকিস্তান আগমন করেন তখন রিসেপশন কমিটির সেক্রেটারির দায়িত্ব অর্পন করা হয় তাঁর ওপর । তিনি এক সময় ঢাকা সিটি মুসলিম লীগের সভাপতি ছিলেন। মুসলিম লীগ ওয়ার্কিং কমিটির সদস্যও ছিলেন। নির্বাচিত হয়েছিলেন পাকিস্তান ন্যাশনাল এসেম্বলির মেম্বার । তবে রাজনীতি ও ক্ষমতা কখনােই তাঁকে সমাজ সেবার মহান ব্রত থেকে বিচ্যুত করতে পারেনি। কারণ তাঁর রাজনীতি ছিলাে মানুষের কল্যাণের জন্য। সেজন্যই তিনি আজীবন সমাজ সেবার সাথে যুক্ত। বহু প্রতিষ্ঠানের উচ্চ পদে তিনি সমাসীন। আঞ্জুমান মুফিদুল ইসলামের ব্যবস্থাপনা পরিষদের সিনিয়র সহ সভাপতি তিনি। রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিভিন্ন সময়ে পেয়েছেন বহু পদক ও সনদ। পাকিস্তান আন্দোলনে উল্লেখযােগ্য ভূমিকা পালন করার স্বীকৃতি স্বরূপ পাকিস্তান সরকার ১৯৯২ সালে তাঁকে স্বর্ণপদক প্রদান করে।

ঠিকানা