লেখকঃ এম. এ. হাকিম

লেখক পরিচিতি

এম. এ. হাকিম

জনাব এম. এ. হাকিম তাঁর নিজ গ্রাম থেকে কিছু দূরে অন্য একটি গ্রামের (ভান্ডারি কান্দি) হাইস্কুল - থেকে ১৯৫৫ সালে ১ম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। মাদারীপুর নাজিমুদ্দীন কলেজ থেকে ১৯৫৭ সালে ডিষ্টিংশনের সাথে ১ম বিভাগে আই. এ. পাশ করেন এবং স্কলারশীপ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬০ সালে বি. কম (অনার্স) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং ১৯৬১ সালে ১ম শ্রেনীতে ১ম স্থান অধিকার করে এম. কম. ডিগ্রী লাভ করেন। অতঃপর কারমাইকেল কলেজ, রাজশাহী | বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ বছর শিক্ষকতার পর ১৯৬৫ সালে তদানীন্তন সিভিল সার্ভিস অব পাকিস্তান (সি. এস. পি.) তে যােগদান করেন। চাকরিতে থাকালীন তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ষ্টেট | ইউনিভার্সিটি থেকে ১৯৭৯ সালে গণপ্রশাসনে এম. এস. (মাষ্টার অব সায়েন্স) ডিগ্রী অর্জন করেন।
প্রায় ৩২ বছর অত্যন্ত সুনামের সাথে সরকারী চাকরি করার পর ১৯৯৭ সালে তিনি অবসর গ্রহন করে। চাকরি জীবনে তিনি ত্রান মন্ত্রণালয়, পূর্তমন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। প্রতিরক্ষা সচিব থাকাকালীন ২০ মে, ১৯৯৬ তারিখ তকালীন সেনা প্রধান লেঃ জেনারেল এ. এস. এম. নাসিমের সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে ব্যর্থ করে দেয়ার প্রক্রিয়ায় তদানীন্তন রাষ্ট্রপতির একজন সহায়তাকারী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তিনি মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব; সংস্থাপন, পুর্ত, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং মহা-পরিচালক, ভুমি রেকর্ড ও জরিপ; অর্থ মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-সচিব, এবং বাকেরগঞ্জের (বৃহত্তর বরিশাল জেলা) জেলা প্রশাসক ছিলেন। স্বাধীনতার পূর্বে তিনি সাতক্ষীরার মহকুমা প্রশাসক ও পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক এবং পশ্চিম পাকিস্তানে ২ বছর মাঠ প্রশাসনে কর্মরত ছিলেন। তিনি। ইউরােপ, আমেরিকা ও এশিয়ার গুরুত্বপূর্ণ প্রায় সকল দেশে ভ্রমন করেন এবং বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, শিক্ষা সফর ও সভায় যােগদান করেন। তিনি ওয়ার্ল্ড ফুড প্রােগ্রাম, আই ডি এন ডি আর ও ইউ ইন এইচ সি আর কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ গ্রহন করেন। বর্তমানে তিনি ঢাকা ওয়াসা বাের্ডের চেয়ারম্যান পদে নিয়ােজিত।

ঠিকানা

জন্ম ও ২৮ জুন, ১৯৩৯ স্থান ঃ গ্রাম-সম্ভক, থানা-শিবচর জেলা - মাদারীপুর