লেখকঃ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী

লেখক পরিচিতি

অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী

পৃথিবীতে এমন কিছু লােকের আগমন ঘটে যারা নিরন্তর এবং বিরতিহীনভাবে সংগ্রাম করে যান এবং প্রতিটি মূহুর্তকে কাজে লাগান। নির্মোহ, নিরংকার, সরল ও সাদাসিদে জীবন যাপন করেন । মরহুম অধ্যাপক ইউসুফ আলী ছিলেন এমনই একজন ব্যক্তি। সময়কে কাজে লাগিয়েছেন, জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত দ্বীনের আন্দোলনের কাজে নিয়ােজিত থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে হয়নি। কী সৌভাগ্য তার! মহান আল্লাহ রাব্দুল আলামীন তাঁকে বেহেস্ত নসীব করুন। মরহুম অধ্যাপক ইউসুফ আলীর দোয়ার মাহফিলে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল জনাব আলী আহসান মােহাম্মদ মুজাহিদ ঘােষণা দিয়েছিলেন মরহুমের জীবন ও কর্মের উপর একটি স্মারকগ্রন্থ প্রকাশের। সময় মতাে লেখা হাতে না পাওয়া ছাড়াও বিভিন্ন কারণে স্মারকগ্রন্থটি ইসলামী আন্দোলনের কর্মী ও শুভাকাংখীদের হাতে তুলে দিতে বিলম্ব হয়ে গেল বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। মেধাবী ছাত্র, ছাত্রনেতা, আদর্শ শিক্ষাবিদ, ইসলামী আন্দোলনের প্রথম কাতারের একজন সৈনিক, সমাজকর্মী ও লেখক হিসেবে তাঁর জীবন থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শিক্ষণীয় আছে। আজকের সমাজ পরিবর্তন সময়ের দাবি। অশান্তি, বিশৃংখলা, সংঘাত, সন্ত্রাস, অনাচার-পাপাচার এবং নৈতিক মূল্যবােধের অবক্ষয়ের এ সমাজ পরিবর্তনের জন্য যে ধরনের লােক প্রয়ােজন অধ্যাপক ইউসুফ আলী ছিলেন তেমনই এক ব্যক্তিত্ব। সমাজে এ ধরনের লােক সংখ্যা যতাে বৃদ্ধি পাবে একটি সুন্দর ও শান্তির সমাজ প্রতিষ্ঠার সম্ভাবনা ততাে উজ্জ্বল হবে। আমরা আশা করব মরহুম অধ্যাপক ইউসুফ আলীর এই স্মারকগ্রন্থ থেকে পাঠক মহৎ ও সুন্দর জীবনের সন্ধান পাবেন। আমরা সবাই যেন মরহুম অধ্যাপক ইউসুফ আলীর মতাে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে ব্ৰতী হতে পারি এবং বিশ্ব মানবতার বন্ধু ও শিক্ষক, মানবতার মুক্তির দিশারী বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়ার কল্যাণ ও আখেরাতে নাজাতের পথে মানবসমাজকে উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের সহায় হােন। আমীন।
-মুহাম্মদ কামারুজ্জামান। 

ঠিকানা