লেখকঃ ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান

লেখক পরিচিতি

ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান

ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান জন্ম ১০ নভেম্বর ১৯৫৮, গ্রাম পলাশগড়, পৌর পশ্চিম এলাকা, জেলা জামালপুর, পিতা মরহুম সাগর আলী সরকার, মাতা সালমা খাতুন। লেখাপড়া বগাবাইদ ও দেওরপাড় চন্দ্রা প্রাইমারী স্কুল, সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়, সরকারী আশেক মাহমুদ কলেজ, জামালপুর, বি.এস.সি ইঞ্জিনিয়ারিং (এগ্রিল) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এম. ইউ. আর, পি (কোর্স সমাপ্ত) বাংলাদেশ। প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রকাশনা ও কাব্য-বন্যায় ভেলায় (১৯৮৮), রুদ্র পলাশ (২০০৫, একুশে বইমেলা)। সম্পাদনা-সাহিত্য সাময়িকী, প্রসূন, লাইট ইত্যাদি। এছাড়া বেশ কিছু কবিতা, প্রবন্ধ, নাটিকা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তিনি গনপ্রজাতন্ত্রী চীন থেকে কবিতার জন্য রেডিও বেইজিং’ পুরস্কার লাভ করেন, ১৯৮৩ সালে । লেখকের সম্পাদিত এই বিশ্ববরেণ্যদের কালজয়ী ভাষণ বইটি দীর্ঘ বিশ বৎসর যাবৎ সংগৃহীত বিভিন্ন বই, সাময়িকী, পত্রপত্রিকা হতে উদ্ধারকর্ম ও গ্রন্থিত ফসল। জনাব রহমান ব্যক্তি ও কর্মজীবনে খুবই বন্ধুবৎসল সহজসরল মনের অধিকারী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক। e-mail : [email protected]

ঠিকানা