লেখকঃ ইঞ্জিনিয়ার মিজানুর রহমান

লেখক পরিচিতি

ইঞ্জিনিয়ার মিজানুর রহমান

সংক্ষিপ্ত লেখক পরিচিতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ১৯৫৩ সালে বৃহত্তর নােয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে এস,এস,সি এবং ১৯৭২ সালে ফেনী। পলিটেকনিক ইনষ্টিটিউট হতে ডিপ্লোমা। ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। । চাকুরী জীবনে প্রথমে বাংলাদেশ পানি উন্নয়ন । 'বাের্ড অতঃপর সিরিয়া এবং পরবর্তীতে ১৯৮৯ । ইং সালে বিসিআইসিতে সহকারী প্রকৌশলী পদে যােগদান করেন। বর্তমানে নির্বাহী। প্রকৌশলী পদে চাকুরীরত আছেন। 'ছেলেবেলা থেকে খেলাধুলা, সেবামূলক সংগঠন । ও সামাজিক কর্মকান্ডে আত্মনিয়ােগ করেন। ১৯৯৩ সালে রামগঞ্জ থানায় দল্টা কলেজ । প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করেন। মসজিদ, । মাদ্রাসা, এতিমখানা, রাস্তা-ঘাট, স্কুল প্রতিষ্ঠা । ছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট। সােসাইটির আজীবন সদস্য, লায়ন্স ক্লাব-অব-। ঢাকা পলাশ জেলা-৩১৫ এ-১ এর একজন।
সক্রিয় সদস্য। ঢাকাস্থ বৃহত্তর নােয়াখালী। ' কর্মকর্তা ফোরামের সদস্য। ইসলামী ব্যাংক।
বাংলাদেশ লিঃ এর পলাশ শাখা, নরসিংদী ও ছাতক শাখা, সুনামগঞ্জ এর অন্যতম উদ্যোক্তা।। এছাড়াও সভাপতি, বৃহত্তর নােয়াখালী কল্যাণ । সমিতি, ইউরিয়া সার কারখানা শাখা, সহসভাপতি, বাংলাদেশ টেনিস ফেডারেশন, সার। কারখানা শাখা। প্রতিষ্ঠাতা উপদেষ্টা, ইসলামী । পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ, দণ্টা বাজার, । রামগঞ্জ শাখা এবং সাধারণ সম্পাদক, অফিসার্স। কল্যাণ সমিতি ইসাকা লিঃ। তিনি ভারত, । পাকিস্তান, সিরিয়া ইত্যাদি দেশ ভ্রমণ করেছেন।

ঠিকানা