লেখকঃ আইজাক আসিমভ

লেখক পরিচিতি

আইজাক আসিমভ

আইজাক আসিমভের জন্য ২ জানুয়ারি ১৯২০ সালে। রাশিয়ায়। তিন বছর বয়সে তিনি পিতামাতার সাথে। আমেরিকায় চলে আসেন এবং সেখানেই পড়ালেখা করেন। তীক্ষ্ম স্মরণশক্তির গুণে বয়স ষােল পেরােবার আগেই হাইস্কুলের পড়ালেখা শেষ করেন। তারপর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আসিমভ তার ফাউণ্ডেশন সিরিজ লেখা শুরু করেন একুশ বছর বয়সে, ধারণা করেননি যে তার এই সৃষ্টি বিজ্ঞান কল্পকাহিনীর জগতে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। তিনি পাচশতাধিক বই লিখেছেনবিজ্ঞান, শেক্সপিয়ার, ইতিহাস, কোনােটাই বাদ দেননি। যদিও তিনি তার বিজ্ঞান কল্পকাহিনীর। জন্যই বেশি জনপ্রিয়- যার মধ্যে রয়েছে রােবট সিরিজ, এম্পায়ার সিরিজ এবং ফাউণ্ডেশন সিরিজ। তিনি প্রায় পাচ দশক ধরে সব বয়সের পাঠকের মনােরঞ্জন করেছেন। যুক্তরাষ্ট্রের সকল কল্পকাহিনী লেখক তাকে আখ্যা দিয়েছেন গ্রাণ্ড মাস্টার অব সায়েন্স ফিকশন। ৬ এপ্রিল ১৯৯২ সালে এই অসামান্য লেখক বাহাত্তর বছর বয়সে। মারা যান। অনুবাদক : আফসানা বেগম ২৯ অক্টোবর ১৯৭২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। হলিক্রস কলেজ। থেকে উচ্চমাধ্যমিক শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্মান। ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন কিছুদিন। এখন পারিবারিক শিল্প-প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কর্মরত। এটি তার দ্বিতীয় অনুবাদ গ্রন্থ।

ঠিকানা