লেখকঃ মেজর ডা. আব্দুল ওহাব মিনার (অব)

লেখক পরিচিতি

মেজর ডা. আব্দুল ওহাব মিনার (অব)

লেখক আব্দুল ওহাব মিনার ৩০ ডিসেম্বর ১৯৬২ সনে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।
তার বাবা মরহুম আমজেদ আলী মিয়া ছিলেন একজন শিক্ষক আর মা মেহেরুন্নেছা ছিলেন একজন গৃহিনী। পাঁচ ভাই ও চার বােনের মধ্যে তিনি অষ্টম। তিনি একটি শিক্ষক পরিবারের সদস্য।
পেশাগত জীবনে তিনি একজন চিকিৎসক, মনােরােগ বিশেষজ্ঞ। তার কর্মজীবন শুরু হয় সেনাবাহিনীর চাকরি দিয়ে যেখানে দীর্ঘ সতের বছর তিনি দেশ বিদেশে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছায়। অবসর গ্রহণ করে তিনি সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যােগদান করেন। ব্যক্তি জীবনে তিনি লেখক, সংগঠক, সমাজসেবক, গবেষক এবং একজন মনােচিকিৎসক মানুষকে ভালবাসাই যার নেশা।। 

ঠিকানা