লেখকঃ সৈয়দ ইশতিয়াক রেজা

লেখক পরিচিতি

সৈয়দ ইশতিয়াক রেজা

সৈয়দ ইশতিয়াক রেজা । জন্ম ১৯৬৫ সালে, ব্ৰাহ্মণবাড়িয়ায় । লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে | সাংবাদিকতা শুরু বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই | প্ৰথমে দৈনিক বাংলার বাণী, পরে বাংলাদেশ অবজারভারে। কাজ ক্যাম্পাস রিপোটিং। পাশাপাশি বিভিন্ন সাপ্তাহিকীতে লেখালেখি । কাজ করেছেন ইংরেজি দৈনিক দ্য মনিং সান ও দ্য ফিনানশিয়াল এক্সপ্রেসে। একুশে টেলিভিশন চালু হলে মুদ্রণ মাধ্যম ছেড়ে চলে আসেন ইলেকট্রনিক মাধ্যমে । কাজ করেছেন। এটিএন বাংলা, আরটিভি ও বৈশাখী টিভিতে এখন বার্তা পরিচালক, একাত্তর টেলিভিশন। সাংবাদিকতা তার অস্থিমজ্জায়। তাই রাজনৈতিক প্রতিহিংসা, কিংবা অর্থনৈতিক কারণে চ্যানেল বা পত্রিকা বন্ধ হলে অন্য কোনো আবার ফিরেছেন গণমাধ্যমেই তার দিনরাত্রি কাটে সাংবাদিকদের প্রশিক্ষণ দেয়া ও সাংবাদিকতার হালচাল নিয়ে আলোচনা করে । এটি তার দ্বিতীয় বই । এর আগে ২০১১-এ প্রকাশিত হয়েছে তার রাজনৈতিক প্রবন্ধের বই সময়ের ভাবনা ৷

ঠিকানা