লেখকঃ লেঃ কর্নেল (অবঃ) শরিফুল হক ডালিম

লেখক পরিচিতি

লেঃ কর্নেল (অবঃ) শরিফুল হক ডালিম

শরীফুল হক (ডালিম) (জন্ম: ১৯৪৬) বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা। ১৯৭৫ সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। [১] শেখ মুজিব নিহত হবার পর মেজর ডালিম ( পরবর্তিতে লেফটেন্যান্ট কর্ণেল) বাংলাদেশে বেতারে নিজেই হত্যার সাথে জড়িত থাকার ঘোষণা দেন। ৭৫' পরবর্তি বিভিন্ন সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে তাকে বিভিন্ন পদে নিয়োগ দেয়।

পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান
তিনি প্রথমে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন। পরে পাকিস্তান সেনাবাহিনীতে চলে আসেন। [১]

মুক্তিযুদ্ধে অংশগ্রহন
মুক্তিযুদ্ধের শুরুতে তিনি পাকিস্তানে (তৎকালীন পশ্চিম পাকিস্তান) ছিলেন। ২০ এপ্রিল, ১৯৭১ তিনি পাকিস্তান থেকে পালিয়ে ভারত আসেন এবং মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। [১][২]

বীর উত্তম খেতাব প্রাপ্তি
শেখ মুজিব হত্যা
৭৫'-এ বাংলাদেশের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের নেতা শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে মেজর ডালিম সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। [১]

৭৫' পরবর্তি অবস্থান
শেখ মুজিব হত্যা মামলা[উৎস সম্পাদনা]
শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদন্ড দেওয়া হয়েছে।

সূত্র

↑ ঝাঁপ দাও: ক খ গ ঘ মেজর ডালিমের ওয়েবসাইট
ঝাঁপ দাও ↑ একাত্তরের বীরযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা (দ্বিতীয় খন্ড)। প্রথমা প্রকাশন। মার্চ ২০১৩। পৃ: ৬২। আইএসবিএন 9789849025375।

http://www.majordalimbubangla.com/

 

ঠিকানা

http://www.majordalimbubangla.com/