লেখকঃ কাজী জাফরুল ইসলাম

লেখক পরিচিতি

কাজী জাফরুল ইসলাম

কাজী জাফরুল ইসলাম পেশা সাংবাদিক । তিনি সাংবাদিকতা একটি বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, এই তােৰ । প্ৰবক্তা। তিনি বাংলা ভাষায় "সংবাদপত্র - সাংবাদিকতা’ এবং জনসংযোগ" এর জন্ম চর্চারও পথিকৃৎ। সাংবাদিকতা একটি বিজ্ঞান', শীর্ষক গবেষণামূলক গণৰাজ। তিনি তাত্ত্বিক যুক্তি উপস্থাপন করে এই সত্য প্রতিষ্ঠা করেছেন যে, সমাজ । অর্থনীতি, রাজনীতি প্রভৃতি যেমন সমাজ বিজ্ঞান, ঠিক তেমনি সাংবাদিক ॥৪ সমাজ বিজ্ঞান। অনুরূপভাবে তার প্রকাশিত “জনসংযোগ ও সাংবাদি । বইতে তিনি জনসংযোগকেও সমাজবিজ্ঞান বলে প্রমাণ করেছেন।
বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তার সংবাদপত্র ও সাংবাদিকতা । জনসংযোগ বিষয়ক প্রবন্ধাদির সংগৃহীত কপি পাঠ করে কuেৰ । আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক, সমাজতত্ত্ববিদ, ভাষাবিদ ও অর্থনীতি নি। এই লেখাকে “অবিসন্দর্ভ" বলে আখ্যায়িত করেছেন। তাঁর তত্ত্বমূলৰ । "সংবাদপত্র ও সাংবাদিকতা', পুস্তকাকারে প্রকাশিত না হলেও Calkatta Institute of Journalism's পাঠ্যাসূচিভুক্ত করেন।
তিনি বাংলাদেশের সংবাদপত্রকে শিল্পীরূপে প্রতিষ্ঠার জন্যে জাতীয় সাৰ । শিল্পনীতি ঘোষণা এবং সংসদে আইন প্রণয়ন পূর্বক সে নীতি ॥৭ বাস্তবায়নের দাবীতে সোচ্চার। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সম্ভ কেৰ । ছিলেন, জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর চট্টগ্রাম জেলা ও মেন । শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রায় ২০ বছর দায়িত্ব পালন কেৰ । বর্তমানে তিনি খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য।
তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে স্কুল ছাত্র হিসেবে অংশ নেন । সালের ২০শে ফেব্রুয়ারী রাতে চট্টগ্রাম কলেজে চট্টগ্রামের প্রথম until - মিনার নির্মাণের দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালের শিক্ষা জীৱ । ১৯৬৯ সালের গণআন্দোলন, ১৯৭০ এর নির্বাচনী আন্দোলন এবং মুক্তিযুদ্ধে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
জনাব জাফরুল ইলসামের জন্ম ১৯৩৯ সালের ৩০শে নভেম্বর চাষ । মীরসরাই থানার উত্তর হাইতকান্দি গ্রামে। ১৯৫৮ সালে বি. এ. পি । প্রস্তুতি গ্ৰহণ কালে তিনি নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং বহিরাগত । হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিগ্ৰী নিয়ে ১৯৬২ সালের সূচনায় । মুক্তি লাভ করেন। তিনি এক পুত্র ও দু-কন্যার জনক । তার ৪টি বই প্রকাশিত হয়েছে এবং কয়েকটি পাণ্ডুলিপি তৈরী ॥ ৭
জনাব জাফরুল ইসলাম পাকিস্তান, ইরাক, জার্মানী, সোভিয়েত । ভারত প্রভৃতি দেশ সফর করেছেন।

ঠিকানা