লেখকঃ জিবলু রহমান

লেখক পরিচিতি

জিবলু রহমান

জন্ম সিলেট জেলার গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামে নানার বাড়িতে। পৈত্রিক নিবাস গোয়াইনঘাট উপজেলার দেয়ারগ্রামে । পিতা শামসুর রহমান ইরানে অবস্থানকালে ১৯৭৮ সালে পরলোকগমন করেন। মা হেনা বেগম, বড় ভাই লন্ডন প্রবাসী সূফী সুহেল আহমদ, মেজো ভাই ছায়েদ আহমদ জুয়েল, বড় বোন ডা. সুমা রহমান এই নিয়েই তার পারিবারিক জগত । ১৯৯৭ সালে দৈনিক দিনকালের রাজনীতি পাতায় নিবন্ধ লেখার মধ্য দিয়ে লেখক জীবনের সূচনা। এরপর দৈনিক সংগ্রাম, দৈনিক জনতা, দৈনিক ইনকিলাব, সাপ্তাহিক অগ্রযাত্রা, সাপ্তাহিক জনতার ডাক, দৈনিক সিলেটের ডাক, দৈনিক শ্যামল সিলেটসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে নিয়মিত লেখালেখি করছেন। লেখালেখি ছাড়াও সমাজকল্যােলমূলক কাজে জিবলুর রহমান সক্রিয়ভাবে জড়িত। তিনি "শামসুর রহমান ফাউন্ডেশন’ নামের একটি শিক্ষা উন্নয়ন সংগঠনের সদস্য-সচিব। শামসুর রহমান ফাউন্ডেশন' প্রতি বছর সিলেট সদর উপজেলার ৫ম ও ৮ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্ৰদান অনুষ্ঠান এবং গোয়াইনঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য প্ৰদান করে আসছে। জিবলু রহমান শামসুর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমকে শিক্ষা উন্নয়নের একটি মডেলে উন্নীত করতে চান, যাতে দেশের অন্যান্য বিদ্যোৎসাহী ব্যক্তিরাও এটা অনুসরণ করে নিজ নিজ এলাকায় শিক্ষা-উন্নয়নে ফলদায়ক অবদান রাখতে পারেন। জিবলুর রহমান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সিলেট), সিলেট মোবাইল পাঠাগার (সিলেট), রেডক্রিসেন্ট সোসাইটি (সিলেট)-এর আজীবন সদস্য। জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক’ তার প্রকাশিত প্ৰথম গ্ৰন্থ। তার প্রকাশিত আরেকটি গ্রন্থ হচ্ছে ১৯৬৯-এর গণঅভুত্থান ও মওলানা ভাসানী। মওলানা ভাসানীর জীবন নিয়ে তথ্যবহুল দলিল, সমৃদ্ধ একটি গ্রন্থ রচনার ইচ্ছা তীর রয়েছে।

ঠিকানা