লেখকঃ কামরুদ্দীন আহমদ

লেখক পরিচিতি

কামরুদ্দীন আহমদ

রাজনীতিক, কূটনীতিক ও আইনজ্ঞ কামরুদ্দীন আহমদের জন্ম ১৯১২ সালের ৮ সেপ্টেম্বর, বর্তমান মুন্সিগঞ্জ জেলার ষােলঘর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ বিএ ও এম এ পাস করে তিনি আইন অধ্যয়ন করেন। তরুণ বয়সে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেন। মুসলিম লীগের সামন্ত প্রভাবিত ও রক্ষণশীল নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহী তরুণ-তুর্কিদের একজন ছিলেন তিনি। পাকিস্তানােত্তরকালে এদেশে গণতান্ত্রিক রাজনীতির বিকাশে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৪৭ সালে গণ-আজাদী লীগ গঠন ও ১৯৪৮ সালে ওয়ার্কার্স ক্যাম্প আয়ােজনের ব্যাপারে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা ও সংগঠক। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য হিসেবে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়া যুক্তফ্রন্টের নির্বাচনী বিজয়েও তার গুরুত্বপূর্ণ অবদান ছিল। ১৯৫০-এর দশকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। জড়িত ছিলেন ট্রেড ইউনিয়ন আন্দোলনের সঙ্গেও। কূটনীতিক হিসেবে কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার ও মায়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর হাতে বন্দি হন। স্বাধীনতােত্তরকালে ১৯৭৬-৭৮ মেয়াদে বাংলাদেশ। এশিয়াটিক সােসাইটির সভাপতির পদ অলঙ্কৃত করেন। তার A Scocio Political History of Bengal, বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ (২ খণ্ড), বাংলার এক মধ্যবিত্তের কাহিনী প্রভৃতি বইগুলি আমাদের সামাজিকরাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। মৃত্যু : ৬ ফেব্রুয়ারি ১৯৮২ ঢাকায়।

ঠিকানা