লেখকঃ ক্যারেন আর্মস্ট্রং

লেখক পরিচিতি

ক্যারেন আর্মস্ট্রং

ক্যারেন আর্মস্ট্রং রোমান ক্যাথলিক হিসাবে সাত বছর অতিবাহিত করার পর ১৯৬৯ সালে বৃত্তি ত্যাগ করে অক্সফোর্ড ইউনিভার্সিটি হতে আরবীতে ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে আধুনিক সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেছেন এবং এক সরকারি বালিকা স্কুলে ইংরেজি বিভাগের প্রধান হিসাবেও দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি ফ্রিল্যান্স লেখক ও ব্রডকাস্টারে পরিণত হন । দীর্ঘদিন থেকেই যুক্তরাজ্যে ধর্মীয় বিষয়ে অন্যতম প্ৰধান ভাষ্যকার তিনি, মার্কিন যুক্তরাষ্ট্রেও একই মর্যাদা অর্যনের পথে। বর্তমানে তিনি লিও বায়েক কলেজ এ জুডাইজম বিষয়ে শিক্ষাদান করছেন এবং রাবণী ও শিক্ষকদের প্রশিক্ষণ দিচ্ছেন। ক্যারেন আমস্ট। অ্যাসোসিয়েশন অব মুসলিম সোস্যাল সায়েন্স-এরও সম্মানিত সদস্য।

ঠিকানা