লেখকঃ এমদাদুল হক চৌধুরী

লেখক পরিচিতি

এমদাদুল হক চৌধুরী


এমদাদুল হক চৌধুরী নিলফামারী জেলার অন্তর্গত সৈয়দপুর থানাধীন বাঙালীপুর চৌধুরীপাড়া গ্রামে ১৯৬৮ সালের ১ জুন এক সম্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। মাতা : মরহুমা হামিদা খাতুন, পিতা : মরহুম বরকতুল্যাহ চৌধুরী। তার পূর্বপুরুষেরা ছিল স্থানীয় জমিদার। স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী তাদের ভিটেবাড়ি ধ্বংস করে দিয়ে, নির্মাণ করে বর্তমান সৈয়দপুর বিমান বন্দরটি। এছাড়াও সৈয়দপুর ক্যান্টনমেন্ট ও সৈয়দপুর রেলওয়ে কলোনীও তাঁর পূর্বপুরুষদের জমিদারী সীমানার অন্তর্ভুক্ত ছিল। তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করেন এবং রাজেন্দ্ৰ বিশ্ববিদ্যালয় কলেজ, ফরিদপুর থেকে গ্র্যাজুয়েশনের মধ্য দিয়ে শিক্ষা জীবন শেষ করেন । শিক্ষকতার মধ্য দিয়ে কর্ম জীবন শুরু । তিনি সৈয়দপুর আল ফারুক একাডেমীতে কিছুকাল শিক্ষকতাও করেন। এ ছাড়াও ওয়ার্ল্ড ব্যাংকের এস.ই.ডি.পি'র আইটি অফিসার হিসেবে চাকরি করেছেন। ২০০০ সাল পর্যন্ত তিনি বিভিন্ন বেসরকারী, এনজিও ও ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি "নিউক্লিয়াস পাবলিকেশন্স” এর স্বত্বাধিকারী। তার সম্পাদিত ‘নিউক্লিয়াস বার্তা' নামে একটি মাসিক পত্রিকা অনিয়মিতভাবে প্রকাশ হচ্ছে । ২০১৩ সালের ১৭ জুন সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি) থেকে গবেষণাধর্মী সাহিত্য কর্মের জন্য গবেষক হিসেবে সাহিত্য সম্মাননা পদক দেয়া হয় এবং তাকে আজীবন সদস্যও করে নেয়া
হয়। বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি নিয়মিত লেখালেখি করছেন। তার বর্তমান প্রকাশিত বইয়ের সংখ্যা ৮টি। ১. রসূল স.-এর চিকিৎসা-স্বাস্থ্য নীতি ও মুসলমানদের অবদান, ২. কিংবদন্তি বর্তমান ঢাকার অতীত, ৩, জীবন সন্ধ্যায় ইতিহাসে বিখ্যাত- 8. ঘটনাবহুল আমাদের সোনালী , ৫, কুরআন পড়ি বুঝে বুঝে, ৬. রসূল স.-চিঠি চুক্তি ভাষণ, ৭, জাতীয় কবির জীবনে ট্র্যাজিডি ৮ ইতিহাসের কালজয়ী ঘটনা।

ঠিকানা