লেখকঃ প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব

লেখক পরিচিতি

প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব

প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও দুষ্টযুগেরও বেশিকাল ধরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পেশায় নিয়োজিত | আন্তর্জাতিক খ্যাতিসম্প্রত্ন পরিবেশ বিজ্ঞানী ড. আব্দুর রব কিছুদিনের জন্য বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনে (বি.সি.এস. অর্থনীতি ক্যাডক্টর) কাজ করেছেন তাঁর জন্ম সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বরায়াদ: ভাগ গ্রামে ১৯৫৫ সনে সিলেট শহরের দি এইডেড হাইস্কুল থেকে তিনি এস.এস.সি. এবং সরকারি এম.সি. কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব ১৯৭৬ ও ১৯৭৭ সনে ভূগোলে বি.এসসি. (সম্মান) ও এম.এসসি. (থিসিস) ডিগ্ৰী লাভ করেন। জীবনের সব ক'টি প্রতিষ্ঠানিক পরীক্ষাতেই তিনি প্রথম শ্রেণীর ফলাফল লাভ করেন। তিনি পরে ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে এম.ফিল. (১৯৮৯) ও পিএইচডি (১৯৯২) ডিগ্রী নেন। তাঁর পি.এইচডি গবেষণার বিষয় ছিল ‘গাঙ্গেয় ব দ্বীপেজ নদীজ ভূরুপতত্ব’ ( Fluvial Geomorphology of the Gangetic Delta)। প্রফেসর আব্দুর রব একজন খ্যাতিমান গবেষক ও লেখক। দেশ-বিদেশের বিখ্যাত জার্নাল ও পত্রিকায় তাঁর প্রায় অর্ধশত গবেষণামূলক প্রবন্ধ-নিবন্ধ ছাপা হয়েছে। ডঃ আদুর রব এ পর্যন্ত ১২ খন পুস্তকের লেখক এবং সম্পাদক । দেশের প্রতিষ্ঠিত বাংলা ও ইংরেজি দৈনিক এবং সাপ্তাহিক পত্রপত্রিকায় তিনি নিয়মিত পরিবেশ, ভূগোল, ভূ-রাজনীতি এবং সমকালীন আর্থ-সামাজিক, জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাবলী নিয়ে নিবন্ধ-কলাম লিখে থাকেন। তাঁর প্রকাশিত পুস্তকাদির মধ্যে বাংলাদেশের ভূ-রাজনীতি এবং বাংলা একাডেমী থেকে প্রকাশিত অন্য দুখন গবেষণাধর্মী ভূগোল-বিষয়ক বই বিশেষভাবে পাঠক আদৃত হয়েছে । অত্যন্ত আদর্শবাদী, ধার্মিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক ড. আব্দুর রব এক পুত্র ও দু’কন্যা সন্তানের জনক।

ঠিকানা