লেখকঃ ড. ফজলুর রহমান

লেখক পরিচিতি

ড. ফজলুর রহমান


ডঃ ফজলুর রহমানের জন্ম ১৯৪৪ সালের ২৪ এপ্রিল পটুয়াখালীর গলাচিপা থানার কাউখালীতে। তিনি জুবিলী হাইস্কুল থেকে ১৯৫৯ সালে এস এস সি, পটুয়াখালী কলেজ থেকে ১৯৮২ সালে এইচ এস সি পাশ করেন। তিনি ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে নি। এ (সম্মান) এবং ১৯৬৬ সালে প্রত্নতত্ত্বসহ ইতিহাসে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন। ১৯৮৯ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি লাভ করেন। ঢাকা যাদুঘরের গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭০ সালে তিনি শিক্ষকতা পেশায় সরকারী চাকুরীতে যোগদান করে জগন্নাথ কলেজ, বি এম কলেজ, সা’দত কলেজ, পটুয়াখালী সরকারী কলেজ, বগুড়া মুজিবুর রহমান সরকারী আছিল। কলেজ এবং ঢাকা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি ঢাকা সরকারী বাংলা কলেজের উপাধ্যক্ষ এবং ব্রাহ্মণবাড়িয়া নলীনগর সরকারী কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ॥াম অফিসার, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ ও উপ সচিব (আশা)-এর দায়িত্ব পালন করেন। তিনি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরে শিক্ষা পরিদর্শক, গণশিক্ষা কার্যক্রমে উপ-পরিচালক (প্রশিঃ) এবং ফিমেল সেকেন্ডারী স্কুল ॥ালিস্টান্স আজো । উপ-পরিচালক (অপারেশন) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

ঠিকানা

পটুয়াখালীর গলাচিপা থানার কাউখালী