লেখকঃ চেমন আরা

লেখক পরিচিতি

চেমন আরা

লেখিকার জন্ম : চট্টগ্রামের অদূরবর্তী চান্দগাঁয়ের সুপ্ৰসিদ্ধ মৌলবী বাড়ীতে, ১৯৩৫ সনে। পিতা : মরহুম জনাব এ. এস. এম. মােফাখখার, বিভাগ পূর্বকালে কলকাতা হাইকোর্টের এডভোকেট, পরে ঢাকা সুগ্ৰীম কোর্টের আইনজীবি ছিলেন। শিক্ষাজীবন ; মাধ্যমিক পর্যয়ে চট্টগ্রাম, কলকাতা ও ঢাকার স্কুলে পড়াশোনা করেছেন। ১৯৫৩ সনে ঢাকার ইডেন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। ১৯৫৬-৫৭তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বি,এ অনার্স ও এম,এ পাশ করেন। পেশা : অধ্যাপনা, ঢাকা কলেজ, চট্টগ্রাম সরকারী কলেজ, ঢাকা বদরুন্নেসা কলেজ, সরকারী তিতুমীর কলেজ, ঢাকা ইডেন কলেজ। অধ্যক্ষা, চট্টগ্রাম সরকারী মহিলা কলেজ। অধ্যাপনা জীবনের সুদীর্ঘকাল কেটেছে ইডেন কলেজের বাংলা বিভাগে অধ্যাপনা, বিভাগীয় প্রধান ও হােষ্টেল তত্ত্বাবধায়িকার দায়িত্বে। ষাট দশক থেকে নব্বই দশক পর্যন্ত অসংখ্যা ছাত্র-ছাত্রীর মধ্যে বহুল উচ্চারিত একটি প্রিয় নাম 'চেমন আরা'। অনুপ্রেরণা ; তার সাহিত্যজগতে প্রবেশ ঘটেছে বেশ কয়েকজন সাহিত্য-ব্যক্তিত্বের উৎসাহ ও অনুপ্রেরণায়। তারা হচ্ছেন সর্বজনাব আবদুল গফুর, শাহেদ আলী, অধ্যক্ষ আবুল কাসেম, সানউল্লা নুরী, কবি জাহান আরা আরজু, মুহাম্মদ মাহ্ফুজউল্লাহ, কবি মােফাখখারুল ইসলাম, ডক্টর দীন মুহাম্মদ ও ডক্টর মাযহারুল ইসলাম। ভ্ৰমণ ঃ ১৯৮০ সনে তিনি ইডেন কলেজ ছাত্রী সংসদের সংগে শিক্ষা প্রতিনিধি হয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিংগাপুর সফর করেন। ইউরোপের সুইডেন,নরওয়ে, বেলজিয়াম, হল্যান্ড, লুক্সেমবার্গ ভ্রমণেরও সুযোগ ঘটে তার। মধ্যপ্রাচ্যের মক্কা, মদিনা, জেদ্দা ও বাহরাইন দেখারও সৌভাগ্য তার হয়েছে। পার্শ্ববতী দেশ ভারতেরও অনেক দেশ সফর করেছেন তিনি। ১৯৪৮ সনে, তিনি যখন অষ্টম শ্রেণীতে পড়েন, সেই সময় তাঁর লেখা প্রথম ছােট গল্প ‘ওরা জাগে' প্রকাশিত হয়। ঢাকার বহুল প্রচলিত সাপ্তাহিক সৈনিক' পত্রিকায়। তারপর দীর্ঘকাল ধরে তার অনেক গল্প, কবিতা, প্রবন্ধ ঢাকা ও চট্টগ্রামের নানান দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়। ইতিপূর্বে তার একটি কবিতার বই প্রকাশিত হয়েছে। তাঁর মরহুম আব্বার জীবনীগ্রন্থও তিনি সম্পাদনা ও প্রকাশ করেন। তার লেখা একটি কিশোর উপন্যাস ইসলামিক ফাউন্ডেশনের অগ্রপথিক' পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় দেশের বরেণ্য সাহিত্যিকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। তার কিছু ভ্ৰমণ কাহিনীও দৈনিক ইনকিলাবের সাহিত্য সাময়িকীতে ধারাবাহিক প্রকাশিত হয়েছে। পাকিস্তান সৃষ্টির প্রথম দিক থেকে লেখা শুরু করলেও তার প্রকাশিত গল্পগ্রন্থ এটিই প্রথম। এই গ্রন্থের লেখাগুলি নিতান্তই হাল আমলের। বাঙালী মধ্যবিত্তের প্রবহমান জীবনধারার কিছু কিছু খন্ডচিত্র এই লেখাগুলিকে স্বকীয়তায় উজ্জ্বল করেছে। তদুপরি সহজ-সরল ভাষায় গতিময় প্রাণচাঞ্চল্য সৃষ্টি করার কলা-কৌশল লেখিকার আয়ত্বে থাকার দরুণ লেখাগুলি সুখপাঠ্য ও মর্মস্পশী।

ঠিকানা