লেখকঃ প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান

লেখক পরিচিতি

প্রফেসর ড. নাজিমুদ্দীন এরবাকান

নাজমউদ্দিন এরবাকান বা নাজমুদ্দিন এরবাকান (তুর্কি: "Necmettin Erbakan"; জন্মঃ ২৯ অক্টোবর ১৯২৬ – মৃত্যুঃ ২৭ ফেব্রুয়ারি ২০১১) হলেন তুরষ্কের একজন প্রয়াত রাজনীতিবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং তুরষ্কের প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি ১৯৯৬ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত স্বীয় পদে বহাল ছিলেন| ১৯৯৭ সালে তিনি তৎকালীন সামরিক বাহিনী কর্তৃক জোরপূর্বক পদচ্যুত হন এবং পরবর্তীতে তুর্কি সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতি লঙ্ঘন করে রাষ্ট্রনীতিতে ইসলামপন্থী প্রভাববিস্তারের অভিযোগে তুর্কি সংসদ তাকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করে|

নাজমউদ্দিন এরবাকান ক্ষমতায় থাকাকালে বাংলাদেশসহ সাতটি উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে ডি-৮ আন্তঃরাষ্ট্রীয় পারস্পারিক সহযোগী সমবায় গঠন করেন| গাজায় বিশেষভাবে সাহায্যকারী আলোচিত তুর্কি এনজিও আইএইচএইচ এর প্রতিষ্ঠাতাও তিনি|


প্রাথমিক জীবন ও শিক্ষা
এরবাকান উত্তর তুরস্কে কৃষ্ণ সাগর উপকূল সংলগ্ন সিনপে জন্মগ্রহণ করেন।

মৃত্যু

ইস্তানবুলে নাজমউদ্দিন এরবাকান এবং তার পরিবারের কবর
এরবাকান ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় ১১:৪০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আঙ্কারার গুভেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঠিকানা