লেখকঃ গাজীউল হাসান খান

লেখক পরিচিতি

গাজীউল হাসান খান

বাংলা বইপত্র প্রকাশ এবং কমিউনিটি বাংলা স্কুল (সপ্তাহান্তে)। চালু করার ব্যাপারে নিরলসভাবে প্রচেষ্টা চালান। তাছাড়া। তারই প্রতিষ্ঠিত কম্পিউটার কম্পােজসহ আধুনিক মুদ্রণালয়। থেকে তখন প্রকাশিত হয় উল্লেখযােগ্য পরিমাণ বাংলা সাহিত্য। সংকলন ও বইপত্র। এর পাশাপাশি তিনি ব্রিটিশ ব্রডকাস্টিং। কর্পোরেশন (বিবিসি) এবং ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের। সাথেও সম্পৃক্ত ছিলেন একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে।। পরে লন্ডনের ফিট স্ট্রীট থেকে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদ। ম্যাগাজিন ‘ওয়ার্ড টাইমস'-এর সিনিয়র এডিটর নিযুক্ত হন। গাজীউল হাসান খান তিরানব্বই সালে যুক্তরাষ্ট গমন করেন। বাংলাদেশের ওয়াশিংটনস্থ দূতাবাসের প্রেস ও তথ্য মিনিস্টার। হিসেবে। সেখানেও তিনি বাংলা পত্রপত্রিকা প্রকাশ এবং বেতার । ও টিভি সম্প্রচারের ক্ষেত্রে নানাভাবে অবদান রেখে বাংলাদেশী। সম্প্রদায়কে সাহায্য করেন। এরপর আবার তিনি আটানব্বই। সালে স্থায়ীভাবে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি জাতীয় । বার্তা প্রতিষ্ঠান, 'বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান । সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। বাসস প্রধান হিসেবে-যথারীতি নিজ দায়িত্ব পালনের পাশাপাশি। জনাব খান দেশবিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে । নিয়মিতভাবে কয়েকটি জাতীয় দৈনিকে কলাম লিখে পাঠকদের। বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। দেশের রাজনীতি ও অধিকার । সচেতন মানুষের মাঝে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে। ইতিবাচক মতামত গঠন এবং বাংলাদেশের স্বার্থ বিরােধী। কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদমূলক লেখার জন্য জনাব খান বিভিন্ন। মহলে সাধুবাদ পেয়েছেন। বিলেত প্রবাসী বাংলাদেশীদের জীবন-জীবিকা নিয়ে আশির। দশকে লেখা গাজীউল হাসান খানের ভিন্নধর্মী উপন্যাস, বিপন্ন। জনপদ” এবং তার সম্প্রতি প্রকাশিত “ইতিহাসের অনুঘটক ও ।
অন্যান্য” পুস্তকটি পাঠক সাধারণের যথেষ্ট প্রশংসা। | কুড়িয়েছেন। জনাব খান কুমিল্লার বুড়িচং উপজেলায় ১৯৪৬।
সনে জন্মগ্রহণ করেন। পেশাগত অবদানের জন্য বেসরকারী পর্যায়ে তিনি বহু পদক ও সম্মাননা লাভ করেছেন। ।

ঠিকানা