লেখকঃ রফিকুল ইসলাম রফিক

লেখক পরিচিতি

রফিকুল ইসলাম রফিক

রফিকুল ইসলাম রফিক সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য অনুসন্ধিৎসু লেখক। বিশেষ করে ঢাকার সাংস্কৃতিক ইতিকথা অন্বেষণে ব্ৰত থেকে গবেষণা করেন। ঢাকাই তাঁর জন্মমৃত্তিকা ফলে ঢাকার সঙ্গে তার নাড়ির যোগ রয়েছে। ঢাকার প্রাচীন ইতিহাস লিখে যাচ্ছেন। ইতিপূর্বে প্রকাশিত "বায়ান্ন বাজার তেল্পান্ন গলি।' ঢাকা বিষয়ক ছড়াগ্রন্থ। এ গ্রন্থে ঢাকার জীবনাচরন স্পষ্ট হয়ে উঠেছে। ২০০৬ সালে ঢাকা শহরে উর্দু সংস্কৃতি" ও "ঢাকা নিয়ে নানা কথা’ শিরোনামে দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। 

কিছুদিন মনােনিবেশ করেন। আবৃত্তি কোসে সনদ ও পুরস্কার প্রাপ্ত লেখক বেশ কটা সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। লেখালেখির প্রধান মাধ্যম ইতিহাস সম্মানী প্ৰবন্ধ । তবে শিশু সাহিত্য রচনাতেও হাতিযশা আছে । ঢাকার ওপর তার আরো কয়েকটি গবেষনাধর্মী গ্ৰন্থ প্রকাশের পথে ।

ঠিকানা