লেখকঃ ডা. এম এ হাসান

লেখক পরিচিতি

ডা. এম এ হাসান

ডা. এম এ হাসানের জন্ম ১৯৫০ সনের ১৪ই মার্চ। তিনি মূলত একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানী। তাঁর গবেষণার পরিধি অত্যন্ত ব্যাপক এবং কৌতুহলউদ্দীপক। তাঁর গবেষণার বিষয় 'অরিজিন অব লাইফ' থেকে 'ইলেকট্রো ম্যাগনেটিক রেডিয়েশন', 'মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি ও টক্সিকোলজিসহ নানা বিষয়ে বিস্তৃত। তিনি আর্সেনিক দূষণে প্রতিরোধে তাঁর উদ্ভাবিত নানা পদ্ধতি নিয়ে কাজ করছেন। দূষণের কারণ হিসেবে জলাবদ্ধতা ও অণুজীবের ভূমিকা তিনিই প্রথম শনাক্ত করেছেন। ১৯৯৪ থেকে ২০০৪ সন পর্যন্ত এক দশকের বেশি সময় ধরে তিনি অ্যালার্জি ও অ্যাজমার উপর পৃথিবীর সর্ববৃহৎ স্টাডি চালিয়েছেন। এইডস এপিডিমিওলজি ও এইচআইভি ভাইরাসের উৎপত্তি নিয়ে তার গবেষণা ব্যাপক।

ঠিকানা