লেখকঃ জালাল ফিরোজ

লেখক পরিচিতি

জালাল ফিরোজ

জালাল ফিরোজ বিশিষ্ট প্রাবন্ধিক, অনুবাদক ও গবেষক। সুশাসন ও পূর্ব এশিয়ার উত্থান তার অনুবাদ গ্রন্থ। এর আগে প্রকাশিত হয়েছে মৌলিক গ্রন্থ পালামেন্টারি শব্দকোষ (১৯৯৯) এবং পালামেন্ট কীভাবে কাজ করে : বাংলাদেশের অভিজ্ঞতা (২০০৩)। তিনি ২০০১ সালে “Women in the Fifth and Seventh Parliaments of Bangladesh : A Study on Opinion of Women Members of Parliament (MPs)" শীর্ষক একটি গবেষণা সম্পন্ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, বাংলা একাডেমী পত্রিকা, রাজনীতি অর্থনীতি জানািল, Empowerment, ক্ষমতায়ন ইত্যাদি গবেষণামূলক পত্রিকায় তার মৌলিক প্ৰবন্ধ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি"র বাংলাদেশের ইতিহাস ১৭০৪-১৯৭১ গ্রন্থে প্রকাশিত দুটি প্রবন্ধের তিনি অনুবাদক। তার অনূদিত প্ৰবন্ধ প্রকাশিত হয়েছে সমাজ নিরীক্ষণ-এ ॥ " ফর উইমেন’- এর গবেষণা পত্রিকা ক্ষমতায়ন-এ প্রকাশিত হয়েছে। “বাংলাদেশের সংসদে নারী : সাফল্য-ব্যর্থতা, সংরক্ষণ বিতক এবং ভবিষ্যৎ’ শীর্ষক একটি গবেষণা-প্রবন্ধ । জালাল ফিরোজের জন্ম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধিন অধিবাসী । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিনি অনার্স ও মাস্টার্স করেছেন। বাংলা একাডেমীর ভারপ্রাপ্ত উপপরিচালক জনাব জালাল ফিরোজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের “শান্তি ও সংঘৰ্ষ অধ্যয়ন" বিভাগে Working of Democracy in Bangladesh, 1991-2001 : A Study of Conflict and Conflict Resolution বিষয়ে পিএইচডি গবেষণারত।

ঠিকানা