লেখকঃ এস এম নজরুল ইসলাম

লেখক পরিচিতি

এস এম নজরুল ইসলাম

বিশিষ্ট প্রাবন্ধিক, কলামিষ্ট, সমাজতত্ত্ববিদ, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক ও গবেষক জনাব এস.এম. নজরুল ইসলাম চট্টগ্রাম জেলার মীরসরাই থানাধীন ডোমখালী গ্রামে ১৯৬০ সালের ৩রা মার্চ জন্মগ্রহন করেন। তিনি ১৯৮৯ ইং সনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্ৰী লাভ করেন। ১৯৯০ সন থেকে ২০০১ সন পর্যন্ত তিনি বিভিন্ন শিক্ষা প্ৰতিষ্ঠানে প্রভাষক (বাংলা) হিসাবে কর্মরত ছিলেন। এরপর তিনি শিক্ষকতা ত্যাগ করে ব্যবসা, গবেষণা ও ইতিহাস অনুসন্ধানে ব্যাপৃত হন। ইতিমধ্যে তিনি জাতীয়, আন্তর্জাতিক ও ধর্মীয় এবং ইতিহাস বিষয়ে শতাধিক গবেষনাধর্মী প্ৰবন্ধ এবং ১০টি সেমিনার পেপার রচনা করেন। ইতিমধ্যে তার দুটি বই যথাক্রমে ‘সমকালীন সংলাপ’ ও ‘জাতির উত্থান-পতন সূত্র প্রকাশিত হয়েছে। বর্তমান বই “সাম্রাজ্যবাদী রাজনীতির সাদরে-আন্দরে বাংলায় প্রকাশিত হওয়ার পূর্বেই ইংরেজী ও আরবী ভাষায় অনুদিত হয়েছে। তার প্রকাশিতব্য বইগুলি হচ্ছে
১ । আমাদের উত্থান-পতন কারন ও প্ৰতিকার । Cause & Remedies of our Rise & fall
২। খালি কেটে কুমির আনার পরিনাম ।
(Consequence to invite evil)
৩ । ইহুদী চক্রান্তের ঘুর্ণিপাকে বাংলাদেশ ও বিশ্ব । (Jews conspiracy in Bangladesh & World
৪ । আমাদের আত্মপরিচয় ও টিকে থাকার লড়াই ।
(Our self introduction & Strugle of existance)
তার প্রবন্ধসমুহ, একাধিক জাতীয় দৈনিক ও তার সম্পাদনায় প্রকাশিত গবেষণাধর্মী সমাজকে, ধর্মকে ও বহির্বিশ্বকে জানার জন্য তার প্রবন্ধসমুহ তথ্য সমৃদ্ধ ও যুক্তি আহা । সহজ, সরল, সাবলীল ভঙ্গিতে এবং নিভীকচিত্তে তিনি প্ৰবন্ধ রচনা করেন। অতীত ইতিহাসের সাথে বর্তমানের সমন্বয়ের মাধ্যমে সুন্দর আগামী নির্মাণ ও জাতিকে যথাযথ । দিক নির্দেশনা প্ৰদান তার জীবনের লক্ষ্য। আমি তার সুন্দর ভবিষ্যত কামনা করি ।

ঠিকানা