লেখকঃ হাবিব রহমান

লেখক পরিচিতি

হাবিব রহমান

হাবিব রহমান যশোর জেলার চৌগাছার জগদীশপুর গ্রামে ১৯৫৩-তে জন্মগ্রহণ করেন। খুলনা সরকারি বি. এল. কলেজ থেকে ১৯৭৭-এ বি. এ. অনার্স (বাংলা) এবং রাজশাহী বিশবিদ্যালয় থেকে ১৯৭৯-তে এম. এ. (বাংলা) পাস করেন। ‘মোহাম্মদ ওয়াজেদ আলীর চিন্তাধারা” শীর্ষক গবেষণা-অভিসন্দভি রচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি. ডিগ্রি লাভ করেন। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। হাবিব একজন গবেষক । সামাজিক ইতিহাস এবং বাঙালি মুসলমান সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের জীবন ও চিন্তাধারা তার গবেষণার বিষয়। প্রকাশিত গ্ৰন্থ : মোতাহের হােসেন চৌধুরী (১৯৯২), বাংলা ছন্দ ও অলঙ্কার (১৯৯৪) ও মোহাম্পািমদ বরকতুল্লাহর জীবন ও সাহিত্যসাধনা (১৯৯৯) ।

ঠিকানা