ভূমিকা

আল-হামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে ‘আসহাবে রাসূলের জীবনকথা’ (৪র্থ খন্ড) প্রকাশিত হচ্ছে। কয়েক বছর পূর্বে যখন আমরা এই বিশাল কাজে হাত দিয়েছিলাম তখন এতদূর এগুতে পারবো এমন আশা ছিল না। আমার মত একজন অলস মানুষের জন্য কাজটি যে ভীষণ কঠিন তা আমি পরে উপলব্ধি করেছি। আল্লাহ পাকের সাহায্য এবং বন্ধু-বান্ধব ও পাঠকবর্গের উৎসাহে আমাকে এ কাজ এগিয়ে নিতে অনুপ্রাণিত করেছে। আর বাংলাদেশ ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক নাজির আহমাদ-এর পরামর্শ ও সহযোগিত না পেলে অনেক আগেই এ কাজ বন্ধ হয়ে যেত। এ কাজ যাঁরা যেভাবে সাহায্য করেছেন, আল্লাহ পাক তাঁদের সকলকে প্রতিদান দিন, এই কামনা করি।
চতুর্থ খন্ডে যে সকল মহান সাহাবীর জীবনের আলোচনা এসেছে তাঁরা সকলেই মদীনার আনসার সম্প্রদাযের। তথ্যসমূহ যথাসম্ভব নির্ভরেেযাগ্য সূত্রসমূহ থেকে গ্রহণ করার চেষ্টা করেছি। সূত্রের নামও উল্লেখ করেছি। সাহাবায়ে কিরামের সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য রেখে শব্দ ব্যবহার যথাসাধ্য চেষ্টা করেছি। তা সত্বেও কোথাও যদি কোন প্র্রকার তথ্য ও ভাষাগত অসংগতি পাঠকবর্গের নিকট ধরা পড়ে তাহলে তা আমাকে জানালে সংশোধনের চেষ্টা করবো। বাংলার ঘরে ঘরে সাহাবায়ে কিরামের বিশ্বাস ও কর্মের ছাপ পড়বে- এই আশা নিয়ে আমরা আমাদের কাজ করে যাব।আল্লাহ পাক আমার এই সমান্য শ্রম কবুল করুন আমীন।।


মুহাম্মদ আবদুল মা’বুদ
আরবী বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা-১০০০।

১ জানুয়ারী ১৯৯৮
১ রমাজান ১৪১৮


পিডিএফ লোড হতে একটু সময় লাগতে পারে। নতুন উইন্ডোতে খুলতে এখানে ক্লিক করুন।




দুঃখিত, এই বইটির কোন অডিও যুক্ত করা হয়নি